Header Ads

দেওয়াল এ চাপা পড়ে আহত ৪ বছরের দুই ছাত্র।

নজরবন্দি ব্যুরো :মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো অন্ধপ্রদেশের গুন্টুর জেলায়,৪ বছরের দুটি শিশু মনের আনন্দে খেলা করছিলো হঠাৎ করে দেওয়ালে চাপা পরে যায় তারা ,দুই দেওয়ালের মাঝে লড়ছিল তারা দুজনেই নার্সারি স্কুল এ লেখাপড়া করে।
এমন ভাবে তারা আটকে পড়েছিল যে নিঃস্বাস নিতে কষ্ট হচ্ছিল।সামান্য আহত হয়েছিল ,স্কুল কর্তৃপক্ষ সেখান থেকে ওদের উদ্ধার করে, ঘটনাস্থলে পুলিশ এসে ঘটনার তদন্ত করে। সমস্ত ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য দেখা গাছে এলাকায়।বাচ্চাদুটির ওপর দিয়ে সামান্য আঘাত গেছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.