স্কুলের সময় থেকেই আমার শ্রদ্ধাকে পছন্দ ,অবশেষে নিজের মনের কথা বললেন টাইগার
নজরবন্দি ব্যুরো:একসময়ে খুব ভালোবাসতেন শ্রদ্ধাকে কিন্তু ভয়তে কোন দিনও বলতে পারেননি। এমনি কথা বললেন জ্যাকি শ্রফ পুত্র টাইগার শ্রফ। স্কুলের সময় থেকেই তিনি শ্রদ্ধা কে খুব পছন্দ করতেন। এমনি কথা টাইগার বললেন।
সম্প্রতি তাঁর আপকামিং ছবি বাগি থ্রি-র প্রোমশানে এসে টাইগার তাঁর জীবনের গোপন কথা ফাঁস করলেন। বললেন স্কুলের সময় থেকেই তাঁর শ্রদ্ধা কে খুব পছন্দ। কিন্তু শ্রদ্ধা কোন দিনও এই ব্যপার জানতে পারেননি। এই কথা শুনে শ্রদ্ধায় খুব অবাক হয়ে পড়েন। শ্রদ্ধা বলেন এই কথা এখন না বলে আগে বললেই ভালো হতো। ভালো যখন লাগতো তখনি বলা ঠিক ছিল। এতো লুকোচুরির কি ছিল এই ব্যপার নিয়ে। শ্রদ্ধার কথার পাল্টা টাইগার বলেন। তিনি তখন বাজি ছিলেন না। কিন্তু টাইগার বলেন যখন স্কুলে শ্রধ্যা চুল ওড়াতে তখন টাইগারের শ্রদ্ধার জন্য মন কেমন করতো।
সম্প্রতি তাঁর আপকামিং ছবি বাগি থ্রি-র প্রোমশানে এসে টাইগার তাঁর জীবনের গোপন কথা ফাঁস করলেন। বললেন স্কুলের সময় থেকেই তাঁর শ্রদ্ধা কে খুব পছন্দ। কিন্তু শ্রদ্ধা কোন দিনও এই ব্যপার জানতে পারেননি। এই কথা শুনে শ্রদ্ধায় খুব অবাক হয়ে পড়েন। শ্রদ্ধা বলেন এই কথা এখন না বলে আগে বললেই ভালো হতো। ভালো যখন লাগতো তখনি বলা ঠিক ছিল। এতো লুকোচুরির কি ছিল এই ব্যপার নিয়ে। শ্রদ্ধার কথার পাল্টা টাইগার বলেন। তিনি তখন বাজি ছিলেন না। কিন্তু টাইগার বলেন যখন স্কুলে শ্রধ্যা চুল ওড়াতে তখন টাইগারের শ্রদ্ধার জন্য মন কেমন করতো।

No comments