Header Ads

রাজধর্ম শেখাবেন না! কংগ্রেসকে আক্রমণ করলেন রবিশঙ্কর প্রসাদ

নজরবন্দি ব্যুরো: কংগ্রেসের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট সনিয়া গান্ধীকে তোপ কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদের। তিনি বলেন, রাজধর্ম শেখাবেন না। যারা ভোট-ব্যাঙ্কের রাজনীতি করে, তাদের থেকে এই উপদেশ নিতে নারাজ।
সম্প্রতি রাষ্ট্রপতি ভবনে গিয়ে রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, সনিয়া গান্ধীরা। স্মারকলিপি দিয়ে রাষ্ট্রপতিকে স্মরণ করিয়ে দেন, তিনি সংবিধানের রক্ষাকর্তা। এর পরে সরকারকে রাজধর্ম পালনের পরামর্শ দেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী।

শুক্রবার, কেন্দ্রীয় আইনমন্ত্রী প্রসাদ পাল্টা আক্রমণ করেন, সনিয়া গান্ধী আপনি রাজধর্ম শেখাবেন না । ইতিহাস খুললেই মিলবে আপনাদের ভোট ব্যাঙ্কের রাজনীতি, দেশে হিংসা ছড়ানোর রেকর্ড। দিল্লির হিংসা নিয়ে রাজনীতি বরদাস্ত করবে না বলে জানান তিনি।
সরকার যেখানে সর্বসম্মত আলোচনা চালিয়ে শান্তি এবং একতা বজায়ের চেষ্টা চলেছে, সেখানে স্পর্শকাতর বিষয় নিয়ে কংগ্রেসের রাজনীতি দুর্ভাগ্যজনক। এর পরে রবিশঙ্কর প্রসাদ মনে করিয়ে দেন ১৯৮৪ শিখ বিরোধী দাঙ্গায় কংগ্রেসের ভূমিকা এবং দেশে এমার্জেন্সির সময় বিচারব্যবস্থার উপর হস্তক্ষেপের প্রসঙ্গ। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.