Header Ads

পুলওয়ামার আত্মঘাতী জঙ্গির সহযোগী গ্রেফতার। বড় সাফল্য এনআইএ-র

নজরবন্দি ব্যুরোঃ পুলওয়ামার আত্মঘাতী জঙ্গি আদিল আহমেদ দারের এক সহযোগীকে গ্রেফতার করল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। শাকির বসির নামে ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী জইশ ই মহম্মদের হয়ে কাজ করে আসছে। শুক্রবারই শাকিরকে এনআইএ-এর বিশেষ আদালতে তোলা হয়। তাঁকে ১৫ দিনের হেফাজতে নিয়েছে এনআইএ। এনআইএ সূত্রে জানা যাচ্ছে ২২ বছর বয়সি শাকিরের একটি আসবাব পত্রের দোকান রয়েছে লেঠপোড়া সেতুর কাছে।
২০১৮ সালের ডিসেম্বর মাসে মহম্মদ উমর ফারুক নামক পাকিস্তানি জঙ্গি তাকে জইশের সঙ্গে পরিচিত করায়। তারপর থেকেই ক্রমেই সক্রিয় হয়ে ওঠে সে। জেরার মুখে এ দিন শাকির জানিয়েছে, অস্ত্র আদানপ্রদান, বিস্ফোরকের মশলা জোগাড়ে সে সাহায্য করেছিল। শুধু তাইই নয়. আদিল দারকে আশ্রয়ও দিয়েছিল সে। পুলওয়ামা বিস্ফোরণের প্রায় এক বছর পর এই জঙ্গির গ্রেফতারকে বর সাফল্য বলে মনে করছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.