Header Ads

পুলওয়ামা কাণ্ডে জড়িত জইশ গুপ্তচর শাকিরকে গ্রেফতার করল এনআইয়ে

নজরবন্দি ব্যুরোঃ গত বছর ১৪ ই ফেব্রুয়ারি পুলওয়ামা কান্ডের তদন্তে নেমে ভারতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ বড়সড় সাফল্য পেল। পাক মদদপুষ্ট জঙ্গী সংগঠন জইশ-ই-মোহাম্মদের জঙ্গি শাকির বাশির মাকরে এই হামলা কান্ডের অন্যতম অভিযুক্ত আদিল খানকে নানান দিক থেকে সাহায্য করার পাশাপাশি আশ্রয় দিয়েছিল। শুক্রবার উপত্যকা থেকেই শাকিরকে গ্রেফতার করল জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ।
গোয়েন্দা সংস্থার তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন হামলাকারী আদিলকে হামলা চালানোর জন্য প্রয়োজনীয় সামগ্রী থেকে শুরু করে গাড়িও জোগাড় করে দিয়েছিল শাকির। গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গিয়েছে ধৃত শাকির পুলওয়ামার কাকাপোরার বাসিন্দা, পেশায় ফার্নিচার ব্যবসায়ী ছিল সে। বছর দুই আগে পাকিস্তানের জঙ্গি উমর ফারুকের সঙ্গে আলাপ হয়েছিল শাকিরের।
এরপর থেকেই শাকির জইশ-ই-মহম্মদ জঙ্গী সংগঠন যোগ দেয়। আর তারপর থেকেই কাশ্মীরে জঙ্গিদের এজেন্ট হিসাবে কাজ করছিল সে। ২০১৮-এর মাঝামাঝি উমর ফারুক শাকিরের সঙ্গে আদিলের যোগাযোগ করিয়ে দেয়। এরপর থেকেই প্রতিনিয়ত হামলার জন্য সবরকম সাহায্য করতে থাকে শাকির। গ্রেফতার হওয়ার পর তদন্তকারী আধিকারিকদের জেরার মুখে স্বীকার করেছে যে একাধিক জঙ্গি হামলার সঙ্গে সরাসরি যুক্ত ছিল সে। এমনকি পুলওয়ামা কান্ডের সময় অস্ত্রশস্ত্রের সরবরাহ সেই করেছিল। সরাসরি এই হামলার সঙ্গে যুক্ত কাউকে গ্রেফতার করতে পারল ভারতীয় গোয়েন্দা সংস্থা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.