মামলা প্রশান্ত কিশোরের বিরুদ্ধে!
নজরবন্দি ব্যুরো: এবার গুরুতর অভিযোগ প্রশান্ত কিশোরের বিরুদ্ধে। এবার মামলা আইডিয়া চুরির অভিযোগ। আর এই অভিযোগের ভিত্তিতে ভোটকুশলী প্রশান্ত কিশোরের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের হয়েছে পাটনার পাটলিপুত্র থানায়।
শাশ্বত গৌতম নামে এক যুবকের অভিযোগ, প্রশান্ত কিশোর 'বাত ভারত কি' প্রচারের জন্য তাঁর ভাবনা চুরি করে ব্যবহার করেছেন। ইতিমধ্যে প্রশান্তের বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ দায়ের হয়েছে বলে জানা গিয়েছে। শাশ্বত জানিয়েছেন, তিনি এবং ওসামা নামের আরেক জন ওই আইডিয়া তৈরি করেছিলেন। তিনি প্রশান্তকে সেই আইডিয়া দিয়েছিলেন।
এর পরে তদন্ত শুরু করেছে পুলিশ। বিহারকে দেশের প্রথম দশটি রাজ্যের একটি করা নিয়েই প্রশান্ত কিশোরের বাত বিহার কি অভিযান। রাজ্য বিধানসভার ভোটের আগের টানা কয়েক দিন এনিয়ে বিহারজুড়ে প্রচার চালাবেন তিনি। নবীন প্রজন্মকে উন্নত করা লক্ষ্যে কাজ করবেন বলে জানিয়েছেন প্রশান্ত। নীতীশ কুমারের সঙ্গে ছাড়াছাড়ির পর এই অভিযানের কথা ঘোষণা করেছিলেন তিনি।
শাশ্বত গৌতম নামে এক যুবকের অভিযোগ, প্রশান্ত কিশোর 'বাত ভারত কি' প্রচারের জন্য তাঁর ভাবনা চুরি করে ব্যবহার করেছেন। ইতিমধ্যে প্রশান্তের বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ দায়ের হয়েছে বলে জানা গিয়েছে। শাশ্বত জানিয়েছেন, তিনি এবং ওসামা নামের আরেক জন ওই আইডিয়া তৈরি করেছিলেন। তিনি প্রশান্তকে সেই আইডিয়া দিয়েছিলেন।

No comments