'খেলা যখন' ছবিতে মিমি-পরমের জুটি
নজরবন্দি ব্যুরো:এবার অরিন্দম শীলের নতুন ছবিতে আবারো জুটি বাঁধছেন মিমি ও পরমব্রত। প্রযোজনা করছে ক্যামেলিয়া। এই ছবির নাম ‘খেলা যখন’।এই ছবির গল্পে রয়েছে রহস্য। এই ছবিতে প্রথমবার পরমব্রতের সাথে কাজ করছেন অরিন্দম।
এইবারও ও তাঁর ছবিতে সংগীতের পরিচালনা করছে বিক্রম ঘোষ। পরিচালক অরিন্দম শীল জানান ,মিমি এই ছবিতে এমন একটা চরিত্র করছে যে চরিত্রে মিমি কে আগে কখনও দেখা যায় নি। আরো বলা যেতে পারে বাংলা ছবিতে এই রকম চরিত্র আগে কখনো হয়নি। মিমি চিত্রনাট্য শোনার পর থেকে বড়ো উত্তেজিত হয়ে পড়েছে। এছাড়া এই ছবিতে বিকর্ন ও অরিন্দমের কাজ করার বারো বছর পূর্ণ হবে। এই ছবির শুটিং হবে বোলপুর, কলকাতা এবং কার্শিয়াংয়েও। কথা চলছে পয়লা বৈশাখ থেকেই শুরু হতে পারে শুটিং।
এইবারও ও তাঁর ছবিতে সংগীতের পরিচালনা করছে বিক্রম ঘোষ। পরিচালক অরিন্দম শীল জানান ,মিমি এই ছবিতে এমন একটা চরিত্র করছে যে চরিত্রে মিমি কে আগে কখনও দেখা যায় নি। আরো বলা যেতে পারে বাংলা ছবিতে এই রকম চরিত্র আগে কখনো হয়নি। মিমি চিত্রনাট্য শোনার পর থেকে বড়ো উত্তেজিত হয়ে পড়েছে। এছাড়া এই ছবিতে বিকর্ন ও অরিন্দমের কাজ করার বারো বছর পূর্ণ হবে। এই ছবির শুটিং হবে বোলপুর, কলকাতা এবং কার্শিয়াংয়েও। কথা চলছে পয়লা বৈশাখ থেকেই শুরু হতে পারে শুটিং।

No comments