সবুজ-মেরুনের বকেয়া শোধ করতে আবার ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন টুটু বসু।
নজরবন্দি ব্যুরোঃ ফুটবলারদের যাবতীয় বকেয়া মিটিয়ে দিল মোহনবাগান। আর আবার সেই ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন টুটু বসু। এই নিয়ে গতকাল অর্থসচিব বলছিলেন, “ক্লাবের কাছে কারও কোনও বকেয়া রইল না। এমন কী ফুটবলারদের টাকাও আমরা মিটিয়ে দিয়েছি। রাজু গায়কোয়াড়ও কিছু টাকা পেত। তাও আমরা মিটিয়ে দিলাম।
আসলে মোহনবাগানে আজ যে ‘ফিল গুড’ পরিবেশ তৈরি হয়েছে তার পিছনে যদি ম্যানেজমেন্টের কোনও কৃতিত্ব থাকে তাহলে তার জন্য একজনের নাম আসবে। তিনি আর কেউ নন তিনি টুটু বসু”। প্রসঙ্গত ফেডারেশন কিছুদিন আগে জানিয়ে ছিল, কিছু ফুটবলার-সহ প্রাক্তন কোচ খালিদ জামিলের বকেয়া মিটিয়ে দিতে হবে মোহনবাগানকে। সেই মত ক্লাবের পক্ষথেকে ঋণ শোধ হল বলা যায়।
আসলে মোহনবাগানে আজ যে ‘ফিল গুড’ পরিবেশ তৈরি হয়েছে তার পিছনে যদি ম্যানেজমেন্টের কোনও কৃতিত্ব থাকে তাহলে তার জন্য একজনের নাম আসবে। তিনি আর কেউ নন তিনি টুটু বসু”। প্রসঙ্গত ফেডারেশন কিছুদিন আগে জানিয়ে ছিল, কিছু ফুটবলার-সহ প্রাক্তন কোচ খালিদ জামিলের বকেয়া মিটিয়ে দিতে হবে মোহনবাগানকে। সেই মত ক্লাবের পক্ষথেকে ঋণ শোধ হল বলা যায়।

No comments