Header Ads

মোদীর বাংলাদেশ সফরে তাঁর সঙ্গে দেখা করতে চান সংখ্যালঘু নেতারা, অস্বস্তিতে হাসিনা সরকার

নজরবন্দি ব্যুরোঃ বাংলাদেশে হিন্দুদের অবস্থা সংকটে, এমনটা দাবি নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছেন সে দেশের হিন্দুরা। আগামী ১৭ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরে গিয়ে ঢাকায় অবস্থান করবেন। ঢাকাতেই বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের একটি প্রতিনিধিদল নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবে। ভারতের প্রধানমন্ত্রীকে নিজেদের অবস্থান সম্বন্ধে জানাতেচাইছেন তাঁরা।
প্রসঙ্গত কিছুদিন আগেই ভারতের বিশ্বহিন্দু পরিষদের এক নেতা বাংলাদেশ গিয়েছিলেন। সেখানে গিয়ে বাংলাদেশের হিন্দুদের অবস্থান নিজের চোখে দেখেন তিনি। বাংলাদেশের সংখ্যালঘু নেতাদের সঙ্গে তিনি বৈঠক করেন বলে সূত্রের খবর। বিশ্ব হিন্দু পরিষদের নেতাকে বাংলাদেশের হিন্দুরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করানোর জন্য আবেদন জানান। বাংলাদেশে হিন্দুদের অবস্থা সংকটজনক এমনটা দাবি করে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে চান সংখ্যালঘু নেতারা। বিজেপি নেতা শান্তনু ঠাকুর ও কিছুদিন আগে বাংলাদেশ সফর করেছেন।
তাঁর কথায় বাংলাদেশে বসবাসরত মতুয়া সম্প্রদায়ের মানুষজনও নিপীড়িত। অত্যন্ত ভয়ঙ্কর অবস্থানের মধ্যে রয়েছেন তাঁরা। বাংলাদেশের মতুয়া সম্প্রদায়ের মানুষজন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরএরকাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করানোর জন্য আর্জি জানান। বাংলাদেশের সংখ্যালঘুরা চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেন সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। নরেন্দ্র মোদীর এবারের বাংলাদেশ সফরে শান্তনু ঠাকুরেরও যাচ্ছেন বলে সূত্রের খবর।
এবারের তবে অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর কাছে হিন্দুদের আর্জি জানানোর কথা ইতিমধ্যেই চাউর হয়েছে বাংলাদেশ। আর যার ফলে খুবই অস্বস্তিতে রয়েছেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। বাংলাদেশ বরাবরই দাবি করেছে বর্তমানে বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদ। কিন্তু একাধিকবার হিন্দুদের উপর অত্যাচার ও নিপীড়নের ছবি ভাইরাল হয় সামাজিক মাধ্যম থেকে শুরু করে প্রায় সর্বত্রই। এমতাবস্থায় নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.