Header Ads

লাভপুরকাণ্ডে মণিরুল ইসলামের গ্রেফতারে স্থগিতাদেশ!

নজরবন্দি ব্যুরো: ফের প্রচারের শিরনামে লাভপুর বিতর্ক। এই মামলায় সাময়িক স্বস্তি পেলেন মনিরুল ইসলাম। আগামী ৬ সপ্তাহে গ্রেফতার করা যাবে না লাভপুরের বিধায়ক মনিরুল ইসলামকে।
প্রশাসনকে কড়া নির্দেশিকা দিল আদালত।
এদিন আদালতে সওয়াল-জবাব চলাকালীন বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, কোনও ব্যক্তি যখন তাঁর রাজনৈতিক পরিচিতি বদল করে, তখনই সেই ব্যক্তি অভিযুক্ত হয়ে যান। তিনি আরও বলেন,  আগামী ৬ সপ্তাহে গ্রেফতার করা যাবে না মনিরুল ইসলামকে।
এই মামলার পরবর্তী শুনানি হবে ৬ সপ্তাহ পরে। তবে হাইকোর্টের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত মনিরুল ইসলাম লাভপুরে প্রবেশ করতে পারবে না বলেও জানিয়ে দিয়েছেন বিচারপতি। এর পাশাপাশি  তদন্তের স্বার্থে পুলিশ যখনই মনিরুল ইসলামকে ডাকবে, পুলিশের সঙ্গে সহযোগিতা করতে মনিরুল ইসলামকে। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.