১৭ বছর সময় লেগে গেল মানসীর অভিনেত্রী থেকে পরিচালক হতে
নজরবন্দি ব্যুরো :মানসী সিনহা তাঁর অভিনয়ের মাধ্যমে মানুষের মন ছুঁয়েছেন তিনি। ১০০৩ সালে তরুণ মজুমদারের হাত ধরে 'আলো' ছবির মাধ্যমে তিনি বড় পর্দায় পা রাখেন। কিন্তু এবার অভিনয় নয় এবার পরিচালকের ভূমিকায় তিনি।
১৭ বছর সময় লেগে গেল তাঁর অভিনেত্রী থেকে পরিচালক হতে। তাঁর কোথায় ,আমি গল্প লিখতে বড্ড ভালোবাসি। আর এই গল্পটা লিখে ফেলেছিলাম বছর চারেক আগে। কিন্তু গল্প লিখলেই তো আর সিনেমা হয় না তাঁর জন্য আরো অনেক ধাপ আছে। তবে তাঁর এই ছবির প্রযোজনা করছে তাঁর বন্ধু শর্মিষ্ঠা ঘোষ।কিন্তু ইতিমধ্যেই ছবির নামও ঠিক হয়ে গেছে ছবির নাম 'এটা আমাদের গল্প'।আর গল্প নিয়ে বেশি কিছু বলেননি পরিচালক মানসী তিনি বলেছেন এটা ভালোবাসার গল্প। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায় ও অপরাজিতা আঢ্য।এছাড়া ছবিতে অভিনয় করছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, সোহাগ সেন প্রমুখরা।এই ছবির জন্য বর্তমানে তিনি কোন নতুন কাজে হাত দেবেননা। এটা তাঁর প্রথম পরিচালন।
১৭ বছর সময় লেগে গেল তাঁর অভিনেত্রী থেকে পরিচালক হতে। তাঁর কোথায় ,আমি গল্প লিখতে বড্ড ভালোবাসি। আর এই গল্পটা লিখে ফেলেছিলাম বছর চারেক আগে। কিন্তু গল্প লিখলেই তো আর সিনেমা হয় না তাঁর জন্য আরো অনেক ধাপ আছে। তবে তাঁর এই ছবির প্রযোজনা করছে তাঁর বন্ধু শর্মিষ্ঠা ঘোষ।কিন্তু ইতিমধ্যেই ছবির নামও ঠিক হয়ে গেছে ছবির নাম 'এটা আমাদের গল্প'।আর গল্প নিয়ে বেশি কিছু বলেননি পরিচালক মানসী তিনি বলেছেন এটা ভালোবাসার গল্প। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায় ও অপরাজিতা আঢ্য।এছাড়া ছবিতে অভিনয় করছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, সোহাগ সেন প্রমুখরা।এই ছবির জন্য বর্তমানে তিনি কোন নতুন কাজে হাত দেবেননা। এটা তাঁর প্রথম পরিচালন।

No comments