Header Ads

কানহাইয়া কুমারের বিরুদ্ধে দেশদ্রোহ মামলা চালানোর অনুমোদন দিল কেজরীবাল সরকার।

নজরবন্দি ব্যুরোঃ অবশেষে সিপিআই নেতা কানহাইয়া কুমারের বিরুদ্ধে দেশদ্রোহ মামলা চালানোর অনুমোদন দিল কেজরীবাল সরকার। ২০১৬ সালে ফেব্রুয়ারিতে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দেশবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছিল। ওই সময়ে ছাত্র সংসদের সভাপতি ছিলেন কানহাইয়া কুমার। গত সপ্তাহে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালকে চিঠি দিয়ে কানহাইয়ার বিরুদ্ধে দেশদ্রোহ মামলা তরাণ্বিত করার ছাড়পত্র চায় পুলিস।
২০০২ সালের পার্লামেন্ট হামলার আসামী আফজল গুরুর মৃত্যুদণ্ডের রায় প্রদানের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচির সময় ২০১৬ সালের ৯ ফেব্রুয়ারি জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কানহাইয়া কুমার 'দেশবিরোধী' স্লোগান দিয়েছিলেন বলে অভিযোগ আনা হয়েছিল। দিল্লি পুলিশের ২০১৮ সালের ১৪ জানুয়ারি কানহাইয়া কুমার, উমর খালিদ, অনির্বাণ ভট্টাচার্য এবং সাত কাশ্মীরি শিক্ষার্থী-সহ ১০ জেএনইউ শিক্ষার্থীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনেছিলেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.