তেতাল্লিশের চিত্রাঙ্গদার লাস্যময়ী পোশাকে ঝড় তুললেন সোশ্যাল মিডিয়ায় ,ছবি ভাইরাল
নজরবন্দি ব্যুরো :বয়স তেতাল্লিশ কিন্তু লুক ও ফিগার দেখে মনে হবে পঁচিশ। হ্যাঁ কথা হচ্ছে বলি তারকা চিত্রাঙ্গদা সিং। চিত্রাঙ্গদা খুবই ফিট বেশ কিছু দিন চিত্রাঙ্গদা বড়পর্দা থেকে বিরতি নিয়েছেন। শেষ বারের মতো তাঁকে দেখা গেছিল ‘বাজার’।
তবে চিত্রাঙ্গদা সোশ্যাল মিডিয়াতে খুবই সক্রিয়। প্রায় সোশ্যাল মিডিয়াতে ছবি আপলোড দারকরেন চিত্রাঙ্গদা। সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়াতে আকাশি রঙের অন্তর্বাসে একটি ছবি আপলোড করে। সেই ছবিদেখে সবার মনেই প্রশ্ন উঠবে সত্যি কি চিত্রাঙ্গ বয়স তেতাল্লিশ ?
তবে চিত্রাঙ্গদা সোশ্যাল মিডিয়াতে খুবই সক্রিয়। প্রায় সোশ্যাল মিডিয়াতে ছবি আপলোড দারকরেন চিত্রাঙ্গদা। সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়াতে আকাশি রঙের অন্তর্বাসে একটি ছবি আপলোড করে। সেই ছবিদেখে সবার মনেই প্রশ্ন উঠবে সত্যি কি চিত্রাঙ্গ বয়স তেতাল্লিশ ?

No comments