Header Ads

কলেজ শিক্ষকদের বাড়তি ছুটি তুলে দেবার পরিকল্পনা শিক্ষামন্ত্রীর !

নজরবন্দি ব্যুরো: সিবিসিএস চালু হয়েছে আগেই। আর সেই কারণে সময়ের অভাবে সিলেবাস শেষ করতে হিমশিম খাচ্ছে কলেজগুলি।
এই অবস্থায় অধ্যক্ষদের আবেদনের ভিত্তিতে কলেজ শিক্ষকদের প্রস্তুতির ছুটি তুলে দিতে দিতে চাইছে সরকার। এমন কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার সল্টলেকের পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের উপচার্য এবং কলেজ শিক্ষকদের নিয়ে রিভিউ কমিটির বৈঠক ছিল। ওই বৈঠকে যোগ দিয়েছিলেন শিক্ষামন্ত্রী। তিনি এই প্রস্তাবে সহমত পোষণ করেন বলে সূত্রের খবর। এও বলেন, প্রয়োজনে বিধি সংশোধন করা হবে। যদিও পরে তিনি বলেন, আমি আজ শ্রোতার ভূমিকায় ছিলাম। প্রস্তাব শুনেছি। আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেব।
এর পরে অধ্যক্ষরা বলেন, একেকটি সেমেস্টারে দু-মাস সময় পাওয়া যায় না। কলেজের পঠনপাঠনের সময়ও দিনপ্রতি তিন-চার ঘণ্টা। সেটা আরও বেশি হওয়া উচিত। তাই সিলেবাস শেষ করা যায় না। তখনই ওঠে পিডির কথা। অনেকেই বলেন, শিক্ষকদের অধিকাংশই এটাকে নিখাদ ছুটির দিন হিসেবে কাটান। যদি পিডি দিতেই হয়, তাহলে সেটাকে শনিবার নির্দিষ্ট করে দেওয়া হোক। নাহলে তুলে দেওয়া হোক। শিক্ষামন্ত্রী অধ্যক্ষদের বলেন, আপনারা চালু করে দিন। পরে এটা দফতর দেখে নেবে। তখন অধ্যক্ষরা বলেন, এটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিধিতেই রয়েছে। তাই একতরফা এই সিদ্ধান্ত আমরা নিলে বিতর্ক বাড়বে। সূত্রের খবর, তখনই পার্থবাবু এই সংক্রান্ত বিধি পরিবর্তনে উদ্যোগী হওয়ার কথা বলেন। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.