তারকাদের স্ত্রীরা বললেন তাঁদের সংসারের কিছু গোপন কথা ,দেখে নিন এক নজরে
নজরবন্দি ব্যুরো :বলিতারকাদের স্ত্রী রাও তাঁদের থেকে কম নন। ক্যামেরার ফ্যাশ তাঁদের ওপর ও সব সময়ে নজর রাখে। কিন্তু সংসারে তাঁদের অশান্তি,সুখ থাকে। অন্যন্য সাধারণ মেয়েদের মত তাঁদের ও অনবেক কিছু সহজ করতে হয়।
আমাদের সবার প্রিয় কিংখানের সহধর্মিনী বলেন ,এক সময়ে শারুখের জন্য নিজের বাড়ি ছেড়ে তিনি মুম্বাইতে পালিয়ে এসেছিলেন। কারণ সেই সময়ে শারুখের সাথে তাঁর সম্পর্ক আর শাহরুখের সাথে ঝগড়া হওয়ার কারণে তিনি দিল্লি থেকে ছুতে আসেন মুম্বাইতে। এরকমই সংসারের আরেক গোপন কথা বলেন শাহিদের স্ত্রী মীরা রাজপুতও।শাহিদের বাড়ি থেকে যখন তাঁর বাড়িতে বিয়ের প্রস্তাব দেওয়া হয়। তখন মীরার বাড়ির লোকজন ভেবেছিলেন শাহিদের ভাইয়ের জন্য মীরার বিয়ের প্রস্তাব এসেছে। কারণ মীরার সাথে শাহিদের বয়সের পার্থক্য অনেকটা।সঞ্জয় দত্তের স্ত্রী মান্যতা ও সংসারের কঠিন সময়ের কথা আছে। সঞ্জয় জেলে থাকাকালীন তাঁর দুই সন্তানের সাথে দেখা করেননি মান্যতা। কারন সঞ্জয় চেয়েছিলেন তাঁর ওই অবস্থা যেন তাঁর সন্তানরা না দেখেন। আমিরের স্ত্রী কিরণ রাও বলেন আমিরের সাথে অংশের করা অতটা সহজ নয়। আমির নিজের জীবন কে 'লার্জার দ্যান লাইফ' লাইফ ভেবে মনে ছিলেন তাঁর সাথেও সংসার করা ওতো সহজ নয়।
আমাদের সবার প্রিয় কিংখানের সহধর্মিনী বলেন ,এক সময়ে শারুখের জন্য নিজের বাড়ি ছেড়ে তিনি মুম্বাইতে পালিয়ে এসেছিলেন। কারণ সেই সময়ে শারুখের সাথে তাঁর সম্পর্ক আর শাহরুখের সাথে ঝগড়া হওয়ার কারণে তিনি দিল্লি থেকে ছুতে আসেন মুম্বাইতে। এরকমই সংসারের আরেক গোপন কথা বলেন শাহিদের স্ত্রী মীরা রাজপুতও।শাহিদের বাড়ি থেকে যখন তাঁর বাড়িতে বিয়ের প্রস্তাব দেওয়া হয়। তখন মীরার বাড়ির লোকজন ভেবেছিলেন শাহিদের ভাইয়ের জন্য মীরার বিয়ের প্রস্তাব এসেছে। কারণ মীরার সাথে শাহিদের বয়সের পার্থক্য অনেকটা।সঞ্জয় দত্তের স্ত্রী মান্যতা ও সংসারের কঠিন সময়ের কথা আছে। সঞ্জয় জেলে থাকাকালীন তাঁর দুই সন্তানের সাথে দেখা করেননি মান্যতা। কারন সঞ্জয় চেয়েছিলেন তাঁর ওই অবস্থা যেন তাঁর সন্তানরা না দেখেন। আমিরের স্ত্রী কিরণ রাও বলেন আমিরের সাথে অংশের করা অতটা সহজ নয়। আমির নিজের জীবন কে 'লার্জার দ্যান লাইফ' লাইফ ভেবে মনে ছিলেন তাঁর সাথেও সংসার করা ওতো সহজ নয়।

No comments