দিল্লিতে মৃতের সংখ্যা বেড়ে ৩৮, পুলিশ কমিশনারের সাথে বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রীর
নজরবন্দি ব্যুরোঃ সংশোধিত নাগরিকত্ব আইনকে কেন্দ্র করে দিল্লিতে চলা হিংসায় মৃত্যু হয়েছে ৩৮ জনের। গুরুতর জখম তিনশোর বেশি মানুষ। এমতাবস্থায় গোটা দেশ জুড়েই এই ঘটনার তীব্র নিন্দা শুরু হয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লির পুলিশ কমিশনারকে সঙ্গে নিয়ে বৈঠকে বসেন। কিভাবে এই হিংসা দমন করা সম্ভব হবে তা নিয়ে মূলত বৈঠক হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেয় দিল্লি পুলিশ। তা যথাযথভাবে কার্যকর করার পথে হাঁটছে পুলিশ। স্বরাষ্ট্র দপ্তর সূত্রে জানানো হয়েছে গত ৪৮ ঘণ্টায় হিংসা কবলিত এলাকায় আর বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।
ইতিমধ্যেই এলাকার শান্তি কমিটির সাথে বৈঠক করে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার কাজ শুরু হয়েছে। এরকম তিনশ'র বেশি শান্তি কমিটির সাথে বৈঠক করতে চলেছে পুলিশ। পুলিশ জানিয়েছে হিংসার ঘটনায় ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে হোয়াটস্যাপ। হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আলাপ আলোচনা করেই হিংসা ছড়ানো হয়েছে। হিংসা ছড়িয়েছে এমন সন্দেহে ৫০০ জনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। আজ ১০ ঘন্টার জন্য ১৪৪ ধারা শিথিল করা হলেও হতে পারে। ইতিমধ্যেই দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছে দিল্লি রাজ্য সরকার ও পুলিশকে। তবে এখনো পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়ে ৩৮। পরিস্থিতি স্বাভাবিক না হলে হিংসা কবলিত এলাকায় মনুষের বসবাস অসম্ভব হয়ে দাঁড়াবে।

No comments