Header Ads

ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি, বেতন দিতে গিয়ে ৩ বার বাজার থেকে টাক ধার করেছে সরকার

নজরবন্দি ব্যুরো: ফের বিতর্ক ডিএ মামলা নিয়ে। পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। দীর্ঘায়িত ডিএ মামলার শুনানি। রাজ্যে কয়েক লক্ষ্য সরকারি এবং সরকারি পোষিত কর্মচারী আছে। চাকরী জীবীদের অভিযোগ, হাইকোর্ট ডিএ কে আইনি অধিকার বলার পরেও তার কোনও সুবিধা এখনও পাওয়া যায়নি।

বৃহস্পতিবার স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালে ডিএ শুনানি ছিল। কিন্তু ওই মামলার শুনানি ফের পিছিয়ে যায়। আগামী ৩ মার্চ মামলার পরবর্তী শুনানির দিন নির্দিষ্ট হয়েছে। এদিন সরকারি আইনজীবী গৌতম পাঠক আদালতে জানান,  মঙ্গলবার ও বুধবার পরপর দুই দিন কলকাতা হাইকোর্টে কোনও আদালতের কাজ হয়নি। অনেক মামলা জমে যাওয়ায় স্যাটের শুনানিতে উপস্থিত হতে পারেননি অ্যাডভোকেট জেনারেল। এই ডিএ মামলায় এজি সওয়াল গুরুত্বপূর্ণ, তাই শুনানি পিছনো হোক।

কয়েক বছর ধরে আইনি লড়াই চলছে। ডিএ চুকিয়ে দেওয়ার রায় ঘোষণার পরও বিতর্ক লেগেই আছে। স্যাট বা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালের রায় পুনর্বিবেচনার আবেদন নিয়ে গেছে রাজ্য। রিভিউ পিটিশনে সরকারি কর্মচারীদের ডিএ না দেওয়ার কারণ হিসেবে অ্যাডভোকেট জেনারেলের যুক্তি ছিল, রাজ্যে এখন আর্থিক অনটন চলছে। এর মধ্যে রাজ্য ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মেনে নতুন বেতন দিয়েছে জানুয়ারি থেকে। সরকারি কর্মচারীদের নতুন ক্রমে বেতন দিতে জানুয়ারি মাসে ৩ বার বাজার থেকে ধার করতে হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.