Header Ads

দিল্লি আর নয়,অনেক ভাল বাংলা, বললেন মুর্শিদাবাদের শ্রমিকরা।

নজরবন্দি ব্যুরোঃ রুজির জন্য অনেকেই মুর্শিদাবাদ ছেড়ে ভিন রাজ্যে পারি দেন।তেমনিই নওদার ত্রিমহিনির ১১ জন দিল্লিতে কাজ করতে গেছিল ।তাঁরা কাজ করত জাফ্রাবাদ থানার গন্দাচক এলাকার একটি কারখানায় কাজ করতেন।সাদ্দাম,কালামরা বললেন রবিবারের পর থেকে সব পালটে গেলো সবটাই। রবিবার দুপুর থেকেই গণ্ডগোল সুরু,মালিক তাঁদের সরিয়ে নিয়ে তাঁর আক্তা ঘরে থাকার বাবস্থা করে দিল দুদিন পেতে কিছুই পারেনি।দরজা জানলা সব বন্ধ আমন কি লাইট জ্বালানো নিষেধ ।মোবাইল কোন নেটওয়ার্ক নেই।তিন্দিন পর পেটে ভাত পরে। তারপর পুলিশ তাঁদের দিল্লি থেকে কালকা মেইল তুলে দেয়।দিল্লির হিংসার খবর গ্রামে ছরিয়ে পরতে সবার ঘুম উরে জায়।বারবার তাঁরা প্রশাসনের সাথে যোগাযোগ করেন জেলা পরিষদের সভাধিপতি মোসারফ হোসেন তিনি সুভেন্দু আধিকারির সাথে কথা বলে বাবশ্তহা নিতে বলেন। আওলাদ ও হালিমের মা বলেছেন শাক ভাত খেয়ে থাকব তাও ভাল র বাইরে যেতে দেব না।সভধিপতি বলেছেন সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পে নানা কাজ হচ্ছে সেখানে অদের কাজের বাবস্থা করা হবে।আম্রা চাই মুরশিদাবাদ এর মানুস এখানেই কাজ করুন,দিদি সবসময় স্রমিকদের কথাই ভাবেন।বাংলায় ফিরে তাঁরা বলেন ম্রত্যুপুরী দিল্লি থেকে বাংলা অনেক ভাল।র দিল্লি নয়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.