Header Ads

মার্চে ১৯ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ,ফের ভোগান্তি গ্রাহকদের।

নজরবন্দি ব্যুরো : ফের গ্রাহকদের ভোগান্তির মুখে পড়তে হবে মার্চে। ১৯ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। ব্যাঙ্ক ধর্মঘটের সাথে সাথে থাকছে দোলের ,শনি রবিবারের ছুটি সমেত মোট ছুটির দিন ১৬ টি। সব মিলিয়ে মোট ১৯ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। ২০২০ শুরুর থেকেই প্রতি মাসেই স্ট্রাইক ডাকছে ব্যাঙ্ক কর্মীরা। জানুয়ারী,ফেব্রূয়ারিতে স্ট্রাইক ডাকার পরও মার্চেও একই রাস্তায় হাটছে কর্মীরা। ব্যাঙ্ক কর্মীদের বেতন বৃদ্ধির দাবিতে এই স্ট্রাইক ডেকেছে।

 খুব সম্ভবত ১১ থেকে ১৩ ই মার্চ হতে চলেছে কর্মীদের স্ট্রাইক। মার্চে ব্যাঙ্ক ছুটির দিন গুলো দেখে নেওয়া যাক : ১ লা মার্চ রবিবার ,৫ই মার্চ বুধবার ওড়িশায় পঞ্চায়েতি রাজ্ ডে। তারপরের দিনই ৬ই মার্চ মিজোরাম এ চপচার কুট উৎসব, এরপরেই ৮ ই মার্চ রবিবার। দ্বিতীয় সপ্তাহের ৯ই মার্চ উত্তরপ্রদেশের পালিত হবে হযরত আলি বার্ষিকী। মঙ্গলবার পালন হবে দোল পূর্ণিমা ,তাছাড়া থাকছে ব্যাঙ্ক ধর্মঘট ১৪ ই মার্চ আবার দ্বিতীয় শনিবার হওয়ায় বন্ধ থাকবে ব্যাঙ্ক।১৫ই মার্চ রবিবার। ২২ মার্চ আবার রবিবার, ২৩ মার্চ হরিয়ানায় পালপালিত হবে ভগৎ সিং দিবস। ২৫ মার্চ বুধবার কর্ণাটক ,অন্ধ্রপ্রদেশ ,মহারাষ্ট্র ,মনিপুর ,জম্বু -কাশ্মীর এ বন্ধ থাকবে ব্যাঙ্ক। ২৬ মার্চ গুজরাট, রাজস্থান ,মধ্যপ্রদেশ ,উত্তরাখন্ড এ পালিত হবে ছেটি ছন্দ বার্ষিকী।২৭ ,২৮ ,২৯ এই তিনদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.