Header Ads

মমতার সঙ্গে সাক্ষাতের পরে কালীঘাটে যাবেন অমিত!

নজরবন্দি ব্যুরো: ১ মার্চ কলকাতায় আসছেন অমিত শাহ। সিএএ-র সমর্থনে শহিদ মিনারে সভাতে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ১ মার্চ বেলা ১১টায় দমদম বিমানবন্দরে নামার কথা অমিত শাহের।
বঙ্গ বিজেপি সূত্রে খবর, সেদিন শহিদ মিনারে জনসভা করার পাশাপাশি দলীয় নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর পাশাপাশি, সেদিন কালীঘাটে যাবেন অমিত শাহ। কালীঘাটে মন্দিরে পুজো দেবেন বিজেপির এই হেভি-ওয়েট নেতা। এর আগে কলকাতায় এলেও কালীঘাটে কখনও যাননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই প্রথমবার কালীঘাট মন্দিরে যাবেন অমিত। মুখ্যমন্ত্রীর এলাকা কালীঘাট।
আগেই সিএএ ইস্যুতে বিরোধিতার সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী। বাংলায় কোনওভাবেই সিএএ লাগু হতে দেবে না বলে হুঙ্কার দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে সিএএ সমর্থনে কলকাতায় সভা করতে এসে অমিত শাহের কালীঘাটে যাওয়ার মধ্যে 'অন্য' বার্তা দিতে চলেছে অমিত শাহ। এমনটাই মনে করছে বিশেষজ্ঞরা। প্রসঙ্গত, কলকাতায় আসার আগে আজ ভুবনেশ্বরে মুখোমুখি হচ্ছে অমিত শাহ ও মুখ্যমন্ত্রী। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.