শনিবার হলেই আদালতে চলে কর্মবিরতি, দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ শীর্ষ আদালতের
নজরবন্দি ব্যুরোঃ প্রত্যেক শনিবার হলেই নানান কারণে ধর্মঘট ডাকতে শুরু করেন কোর্টের আইনজীবীরা। এটা এক-দুবার এর ঘটনা নয়। টানা কয়েক বছর ধরে এমনটাই চলে আসছে বলে জানিয়েছেন বিচারপ্রার্থীরা। আর এর ফলে বিচার পেতে সমস্যা হয় বিচারপ্রার্থীদের। আর রীতিমত শুনানির দিন শনিবার পড়লে তা পিছিয়ে যেত। কিন্তু কেন হঠাৎ আইনজীবীরা এই পথ বেছে নিলেন!প্রত্যেক শনিবার লাগাতার আদালতের কাজকর্ম বন্ধ থাকার খবর পৌঁছতে থাকে দেশের শীর্ষ আদালতের কাছে। তারপরই নড়েচড়ে বসে শীর্ষ আদালত।
বিচারপতিরা জানান উত্তরাখণ্ডের একাধিক জায়গায় একই ঘটনা ঘটছে। সেদিকে নজর রাখা প্রয়োজন। দেরাদুন,উধম সিং নগর, হরিদ্বারের মূলত এই ঘটনা ঘটছে। হাস্যকরভাবে সাধারণ কোনো বিষয়েই এই আদালতগুলোতে শনিবার কর্মবিরতির ডাক দিতেন আইনজীবীরা। এমনকি আইনজীবিদের পরিবারের কোনো সদস্য মারা গেলেও চলত কর্মবিরতি। এমনকি প্রতিবেশী দেশে কোন বিস্ফোরণ হলেও সেই ইস্যুতে আদালতে চলত ধর্মঘট। এবার জাতীয় বার কাউন্সিল ও উত্তরাখণ্ড রাজ্যের বার অ্যাসোসিয়েশনকে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসার পর দেশের আইনজীবিদের একাংশ বলছেন এত বছর ধরে কিভাবে প্রতি শনিবার বন্ধ থাকে কোর্ট!
বিচারপতিরা জানান উত্তরাখণ্ডের একাধিক জায়গায় একই ঘটনা ঘটছে। সেদিকে নজর রাখা প্রয়োজন। দেরাদুন,উধম সিং নগর, হরিদ্বারের মূলত এই ঘটনা ঘটছে। হাস্যকরভাবে সাধারণ কোনো বিষয়েই এই আদালতগুলোতে শনিবার কর্মবিরতির ডাক দিতেন আইনজীবীরা। এমনকি আইনজীবিদের পরিবারের কোনো সদস্য মারা গেলেও চলত কর্মবিরতি। এমনকি প্রতিবেশী দেশে কোন বিস্ফোরণ হলেও সেই ইস্যুতে আদালতে চলত ধর্মঘট। এবার জাতীয় বার কাউন্সিল ও উত্তরাখণ্ড রাজ্যের বার অ্যাসোসিয়েশনকে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসার পর দেশের আইনজীবিদের একাংশ বলছেন এত বছর ধরে কিভাবে প্রতি শনিবার বন্ধ থাকে কোর্ট!

No comments