সাংসদ মিমি চক্রবর্তীর উদ্যোগে এবার ‘সুকন্যা’ প্রকল্প
নজরবন্দি ব্যুরো:যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী উদ্যোগে শুরু হল নতুন প্রকল্প নাম সুকন্যা প্রকল্প। মেয়েদের শুধু আত্মবিশ্বাসী করলেই হবে তাদের স্বাস্থতেও নজর দিতে হবে। এমন ধারনাতেই বিশ্বাসী মিমি। তাই নিজের ধারণাকেই বাস্তব রূপ দিলেন সুকন্যা প্রকল্পের মাধ্যমে। যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন স্কুলে মিমির উদ্দ্যোগেই মেয়েদের আত্মরক্ষার পথ শেখাব হচ্ছে বেশ অনেক দিন ধরেই।ক্যারাটে থেকে কিক বক্সিং সবই সেখান হয়।
এইবার এর সাথে নতুন আরেক পাঠ। মেয়েদের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্দ্যোগ। সোনারপুরের অতুলকৃষ্ণ বিদ্যায়তনে একটি আলোচনাসভা আয়োজিত হয়।সেই আলোচনা সভায় যৌনাঙ্গে সংক্রমণ-সহ নানাবিধ স্ত্রীরোগ সম্পর্কে আলোচনা করা হয়।এই আলোচনা সভায় সংসদের কাছে বিভিন্ন স্কুলে ‘স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন’বসানোর আবেদন জানানো হয়েছে। ইতিমধ্যেই কয়েকটি স্কুলে এই মেশিন লাগানো হয়ে গেছে। এছাড়া সাংসদ মিমি কথা দিয়েছেন আরো স্কুলে এই মেশিন লাগানো হবে খুব তাড়াতাড়ি। ঋতুচক্র নিয়ে এখনও সকলে চুপিচুপি কথা বলে আমি চাই সবাই সরাসরি কথা বলুক। মিমির এই উদ্যোগে অনেকেই স্বাদুবাদ জানিয়েছে তাঁকে।
এইবার এর সাথে নতুন আরেক পাঠ। মেয়েদের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্দ্যোগ। সোনারপুরের অতুলকৃষ্ণ বিদ্যায়তনে একটি আলোচনাসভা আয়োজিত হয়।সেই আলোচনা সভায় যৌনাঙ্গে সংক্রমণ-সহ নানাবিধ স্ত্রীরোগ সম্পর্কে আলোচনা করা হয়।এই আলোচনা সভায় সংসদের কাছে বিভিন্ন স্কুলে ‘স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন’বসানোর আবেদন জানানো হয়েছে। ইতিমধ্যেই কয়েকটি স্কুলে এই মেশিন লাগানো হয়ে গেছে। এছাড়া সাংসদ মিমি কথা দিয়েছেন আরো স্কুলে এই মেশিন লাগানো হবে খুব তাড়াতাড়ি। ঋতুচক্র নিয়ে এখনও সকলে চুপিচুপি কথা বলে আমি চাই সবাই সরাসরি কথা বলুক। মিমির এই উদ্যোগে অনেকেই স্বাদুবাদ জানিয়েছে তাঁকে।

No comments