ফের কি ফাঁসির দিন পেছতে পারে?
নজরবন্দি ব্যুরো :৪ জনের মধ্যে তিনজনের আবেদন খারিজ করা হলেও একজনের কাছে আবেদন করার অনুমতি ছিল মুখেশ ,বিনয় ,অক্ষয় এর পক্ষে ফাঁসি থেকে রেহাই পাওয়া সম্ভব নয় ২৫ বছরের পবনের সামনে আবেদন এর সুযোগ ছিল সেই সুযোগ ক কাজে লাগিয়ে ফাঁসির ৪ দিন আগে পিটিশন দাখিল করলো।
১৭ ই ফেব্রুয়ারী দিল্লির এক আদালত ঘোষণা করেছিল ৩ রা মার্চ এ ওদের ফাঁসির তারিখ এর আগেও দুবার ফাঁসির ডেট ঘোষণা করেও তা পিছিয়ে দেওয়া হয়। মুখেশ সিং ও পবন গুপ্ত ১ লা ফেব্রুয়ারির আগেই দেখা করেছিল পরিবারের সাথে ,বাকি দুজন ক নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিহার জেলের কর্তৃপক্ষ ফাঁসির শেষবার সাজা ঘোষণার পর তিহার জেলের দেওয়ালে মাথা ঠুকে নিজেকে আহত করে বিনয় শর্মা।আইনজীবীরা জানিয়েছেন গুরুতর ভাবে মাথায় চোট পেয়েছে বিনয়। দেন হাত ফ্র্যাকচার হয়েছে এবং মানসিক ভাবে অসুস্থ হওয়ার পড়েছে বিনয়, সে নাকি কাউকে চিনতে পারছেন না এমনকি নিজের মা কেও না। বিনয়কে ইনস্টিটিউট অফ হিউমান বিহেভিয়ার এন্ড অ্যালয়েড সাইন্স এ পাঠানোর আবেদন করা হয়েছে।
১৭ ই ফেব্রুয়ারী দিল্লির এক আদালত ঘোষণা করেছিল ৩ রা মার্চ এ ওদের ফাঁসির তারিখ এর আগেও দুবার ফাঁসির ডেট ঘোষণা করেও তা পিছিয়ে দেওয়া হয়। মুখেশ সিং ও পবন গুপ্ত ১ লা ফেব্রুয়ারির আগেই দেখা করেছিল পরিবারের সাথে ,বাকি দুজন ক নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিহার জেলের কর্তৃপক্ষ ফাঁসির শেষবার সাজা ঘোষণার পর তিহার জেলের দেওয়ালে মাথা ঠুকে নিজেকে আহত করে বিনয় শর্মা।আইনজীবীরা জানিয়েছেন গুরুতর ভাবে মাথায় চোট পেয়েছে বিনয়। দেন হাত ফ্র্যাকচার হয়েছে এবং মানসিক ভাবে অসুস্থ হওয়ার পড়েছে বিনয়, সে নাকি কাউকে চিনতে পারছেন না এমনকি নিজের মা কেও না। বিনয়কে ইনস্টিটিউট অফ হিউমান বিহেভিয়ার এন্ড অ্যালয়েড সাইন্স এ পাঠানোর আবেদন করা হয়েছে।

No comments