Header Ads

মুক্তি পেল 'গুলদস্তা' ছবির চরিত্রদের ফার্স্ট লুক

নজরবন্দি ব্যুরো :পরিচালক অর্জুন দত্তের ছবি অব্যক্ত এর সাফল্যের এবার দ্বিতীয় ছবি 'গুলদস্তা' পালা। ইতিমধ্যে 'গুলদস্তা' র চরিত্রদের ফাস্ট লুক সামনে এল।
এই ছবিতে প্রধান চরিত্রে দেখা যাবে তিন নারী কে অর্পিতা চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায় ও দেবযানী চট্টোপাধ্যায়।

 ছবিতে তাঁদের নাম শ্রীরূপা, ডলি এবং রেণু।তাঁদের তিন জনের জগৎ সম্পূর্ণ আলাদা। তবুও একই জায়গায় বারবার ফিরে আসে তাঁরা।এই কাহিনীতে ধরা পড়বে ক্রাইসিস,সম্পর্কের ঘাত-প্রতিঘাত।
এই ছবিতে আরো দুটি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে অনুভব কাঞ্জিলাল ও অনুরাধা মুখোপাধ্যায়। ইতিমধ্যেই শেষ হয়ে গেছে ছবির প্রি-প্রোডাকশনের কাজ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.