নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও ব্যাটিং ব্যর্থতা ভারতের। রান পেলেন না অধিনায়কও
নজরবন্দি ব্যুরোঃ প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও চিত্রনাট্যে খুব একটা বদল নেই। ফের ব্যাটিং ব্যর্থতা ফুটে উঠল বিরাটদের। প্রথম সারির ব্যাটসম্যানদের মধ্যে ব্যর্থ মায়াঙ্ক আগরওয়াল, বিরাট কোহলি ও অজিঙ্কা রাহানে। আর অর্ধশতরান এল পৃথ্বী শ, চেতেশ্বর পুজারা ও হনুমা বিহারীর ব্যাট থেকে। এদিন টসে আবার হারেন বিরাট, তারপর ব্যাট করতে নামে ভারতীয় ব্যাটসম্যানরা। শুরুতেই আউট মায়াঙ্ক (৭)।
তখন ভারতের রান সবে ৩০। এরপর পুজারা ও পৃথ্বী ভালো শুরু করেছিলেন কিন্তু নিজের ৫৪ রানে উইকেট উইকেট ছুঁড়ে দিয়ে এলেন পৃথ্বী। এরপর অধিনায়ক আবার সাউদির হাতে আউট। এলবিডবলিউ ৩ রানে। রাহানেও (৭) সাউদির শিকার। পুজারা ও হনুমা বিহারী একটা লড়াই করেছিলেন। কিন্তু জুটিতে ৮১ রান যোগ হওয়ার পরেই ছন্দপতন। আউট হলেন বিহারী (৫৫)।তার কিছুক্ষণ পরেই আউট পুজারাও (৫৪)। ঋষভ পন্থ এদিনও ব্যর্থ। করলেন ১২। শেষ দিকে সামি (১৬) ও বুমরার (১০) করায় কোনমতে দলকে ২৪২ রানে পৌঁছে দেয় এই দুই ফাস্ট বোলার। জবাবে দিনের শেষে নিউজিল্যান্ড কোন উইকেট না হারিয়ে ৬৩।

No comments