Header Ads

রাফালের দাম জানাতে হবে দশ দিনের মধ্যেই, কড়া নির্দেশ শীর্ষ আদালতের।

নজরবন্দি ব্যুরোঃ সুপ্রিম কোর্টে রাফাল মামলায় কড়া নির্দেশ দিলো আদালত। দশ দিনের মধ্যে কেন্দ্র যেন রাফালের দাম ও বাকি তথ্য জানায় আদালতকে, নির্দেশ শীর্ষ আদালতের।


রাফাল সম্পর্কিত তথ্য ও তার দাম কেন জানাতে পারছে না কেন্দ্র? জানতে চাইলো বিচারপতি রঞ্জন গগৈ এর বেঞ্চ। সেই সাথে বলা হয়, উপযুক্ত কারণ সহ হলফনামা মুখবন্ধ খামে জমা দিতে হবে। জানাতে হবে রাফালের দামও। যদিও এর বিরোধিতা করেন অ্যাটর্নি জেনারেল কে কে বেনুগোপাল। তিনি বলেন, রাফাল চুক্তি মোতাবেক তার দাম প্রকাশ্যে জানানো নিয়ম বহির্ভূত৷
Loading...
lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.