নির্মল মাজিকে গ্রেপ্তারের দাবি! অর্থ নয়ছয়ের মতন চাঞ্চল্যকর অভিযোগ।
নজরবন্দি ব্যুরো: সরকারি অর্থ নয়ছয় করার অভিযোগ ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের প্রেসিডেন্ট তথা তৃণমূল বিধায়ক নির্মল মাজির বিরুদ্ধে।
আর এই অভিযোগ তুলে তাঁকে অবিলম্বে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারের দাবি জানালেন অনাবাসী ভারতীয় চিকিৎসক কুণাল সাহা। পাশাপাশি নির্মল মাজিকে অবিলম্বে পদ থেকে সরিয়ে দেওয়ার দাবিও করেছেন ওই চিকিৎসক।
গতকাল কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে কুণাল সাহা। তিনি বলেন , "ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সভাপতির পদে থেকে হাজার হাজার টাকা নয়ছয় করেছেন নির্মল মাজি। অবিলম্বে তাঁকে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার করতে হবে।" এই চিকিৎসককে দ্রুত গ্রেপ্তার করার জন্য রাজ্য সরকারের কাছে আর্জি জানিয়েছেন তিনি।

No comments