Header Ads

জোড়া আন্দোলন হবু শিক্ষকদের! প্রবল চাপে রাজ্য সরকার।


নজরবন্দি ব্যুরো: রাজ্যে শিক্ষক নিয়োগের বেহাল দশা। নিয়োগ নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে আছে একাধিক অভিযোগ। আবার একাধিক মামলাতে আটকে আছে নিয়োগ। সব দিক দিয়ে বেহাল অবস্থা এই রাজ্যের হবু শিক্ষকদের।

আর তাই নবম ও দশম শ্রেণির নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে। এর পাশাপাশি ১৫ ই সেপ্টেম্বরের মধ্যে আপার প্রাইমারির প্রথম ফেজ ভেরিফিকেশনের দাবি ও আপডেট সিটে আপারের দ্বিতীয় ফেজ প্রকাশ করার দাবিতে ২৪ শে আগস্ট আবার  যৌথ আন্দোলনের ডাক দিয়েছেন এই রাজ্যের হবু শিক্ষকরা।
এই আন্দোলনের দাবি সমূহ,
১) ৯-১০ এর পিডিএফ এবং ভ্যাকান্সি লিস্ট এই মাসেই প্রকাশ করে কাউন্সেলিং এর নোটিশ দিতে হবে। এর পাশাপাশি সমস্ত ৯-১০ প্রসেস ১৫ই সেপ্টেম্বরের মধ্যে দ্রুত শেষ করতে হবে।
নিয়োগ পত্র পুজোর আগে দিতেই হবে।
২) আপারের প্রথম ফেজের ভেরিফিকেশন  ৯-১০ শেষ হবার সাথে সাথেই শুরু করতে হবে।
৩) ওয়ার্ক ও ফিজিক্যাল এডুকেশনের  মেরিট লিস্ট দ্রুত দিতে হবে এবং দ্রুত তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে।
৪) আপার প্রাইমারীর নেক্সট ফেজ আপডেটেট ভ্যাকান্সি তে করতে হবে এবং নিয়োগ প্রক্রিয়া নভেম্বরের মধ্যে শেষ করতে হবে।
এখন দেখার তাদের এই যৌথ আন্দোলন কতটা সফল হয়। আর সেই দিকে তাকিয়ে রাজ্যের কয়েক হাজার হবু শিক্ষক।

উল্লেখ্য ২৪ শে আগস্ট এই আন্দোলনের ঠিক ৪ দিন পরে আর এক বৃহত্তর আন্দোলনে নামতে চলেছে এই রাজ্যের হবু শিক্ষকদের একটা বড় অংশ। জানা গিয়েছে, শিক্ষক নিয়োগের দাবিতে এবার নবান্ন অভিযানে নামতে চলেছেন WB SLST WAIT-LISTED FORUM-এর কয়েক কয়েক হাজার হবু শিক্ষক। তিন দফা দাবিকে সামনে রেখে আগামী ২৯ আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছেন তারা।
দাবি গুলি, ১. স্কুল সার্ভিস কমিনের গেজেট অনুযায়ী অপ-টু-ডেট শূন্যপদে নবম থেকে দ্বাদশ শ্রেণিতে নিয়োগ।
            ২. শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে দুর্নীতি মুক্ত রাখা
            ৩.  রাজ্যের প্রতিটি স্কুলে মোট ছাত্র-ছাত্রীর অনুপাতকে মাথায় রেখে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করতে হবে। 
তাদের এই দাবি মানা না হলে তারা ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনে নামবার হুঁশিয়ারি দিয়েছেন বলে জানা গিয়েছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.