নীরব মোদীর বাংলো ভাঙার নির্দেশ মহারাষ্ট্র সরকারের।
নজরবন্দি
ব্যুরোঃ মহারাষ্ট্র সরকারের পর্যটন মন্ত্রী রাম দাশ করম জানান সেই রাজ্যের আলী বাগে নীরব মোদির বে আইনি বাংলো চিহ্নিত করা হয়েছে।
এবং বে আইনি ১২১ টি বাংলোর সাথে সাথে এটি কেও ভেঙে ফেলার নির্দেশ দেয়া হয়েছে জেলা শাসক কে, মহারাষ্ট্রের আলীবাগের কিহিম গ্রামে ওই বাংলোটি অবস্থিত। ইতিমধ্যেই ইডি ব্যাঙ্ক প্রতারণা মামলার দায়ে তদন্তের স্বার্থে ওই বাংলোটি বাজেয়াপ্ত করেছে তাই এটি ভাঙতে ইডির অনুমতি প্রয়োজন ।

No comments