হবু জামাই নিক কে নিয়ে কি বললেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া।
নজরবন্দি
ব্যুরোঃ সমস্ত জল্পনার অবসান করে, অবশেষে আনুষ্ঠানিকভাবে বাগদান পর্ব সেরে ফেলেন নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়া। এবার মেয়ের বিয়ে নিয়ে মুখ খুললেন মা মধু চোপড়া। তিনি বলেন প্রিয়াঙ্কা প্রথম থেকেই নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত।
এর পর
বাগদানে নিকের বাবা পল কেভিন জোনাস এবং মা ডেনিস মিলার জোনাস সমস্ত ভারতীয় রীতিনীতি মেনে, সংস্কৃত মন্ত্র উচ্চারণ করে অনুষ্ঠান পালন করেছেন, তাতে খুশি তিনি।মধু চোপড়া আরও বলেন, প্রিয়াঙ্কার পছন্দের উপর তাঁর সব সময় বিশ্বাস রয়েছে। নিক অত্যন্ত ভাল ছেলে, প্রত্যেকে তাঁকে ভালবাসে। নিক শান্ত, ধীর স্থির এবং বড়দের কীভাবে সম্মান দিতে হয়, মার্কিন পপস্টার তা ভালভাবে জানেন বলেও মন্তব্য করেন প্রিয়াঙ্কা মা মধু চোপড়া।

No comments