কেরলের দুর্যোগ মোকাবিলায় বিদেশি সাহায্যে না, কেন্দ্রীয় সরকারের।
নজরবন্দি ব্যুরোঃ কেরলের দুর্যোগ মোকাবিলায় বহু টাকার প্রয়োজন থাকলেও বিদেশি সাহায্যের প্রয়োজন নেই বলে জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার।
কেরলের বন্যায় ৭০০ কোটি টাকা সাহায্যের প্রস্তাব পাঠিয়েছেন ইউনাইটেড আরব এমিরেটস-এর প্রধানমন্ত্রী রশিদ আল মাকতুম। ৩৫ কোটি টাকা সাহায্যের প্রস্তাব করেছে কাতার। মালদ্বীপ দিতে চেয়েছে প্রায় ৪ কোটি টাকা। সবাইকেই ধন্যবাদ জানিয়ে সরকারি আর্থিক সাহায্যের প্রস্তাব প্রত্যাখান করেছে ভারত।
তবে বেসরকারি উদ্যোগে যা সাহায্য আসছে, তা নিতে কোনও আপত্তি নেই কেন্দ্রের। বিদেশি সাহায্য ছাড়াই ভারত এই বিপর্যয়ের মোকাবিলায় সক্ষম বলে জানানো হয়েছে। উল্লেখ্য ২০১৩ সালের উত্তরাখণ্ডে বন্যার সময়েও বিদেশী সাহায্য বিনীত ভাবে প্রত্যাখ্যান করেছিল ইউপিএ সরকার।

No comments