এশিয়ান গেমসে গোলের বন্যা ভারতীয় মহিলা হকি দলের।২১-০ তে জয় কাজাখাস্তানের বিরুদ্ধে।
নজরবন্দি ব্যুরোঃ ইন্দোনেশিয়ার জিবিকে হকি স্টেডিয়ামে মঙ্গলবার যেন ঝড় তুলেছিলেন ভারতীয় মহিলা হকি দলের খেলোয়াড়রা। কাজাখাস্তানের খেলোয়াড়দের দিশেহারা করে প্রায় ইচ্ছেমতো গোল করে গিয়েছেন ভারতীয় মহিলারা।
টপ স্কোরার নভনীত কাউর। মঙ্গলবার গোলের মুখ খুলেছিলেন গুরজিতই। ম্যাচের ৮ মিনিটে কাজাক গোলকিপারের বাঁদিক দিকে জোরালো জমি ঘেসা শটে তিনি গোল করে যান। এরপরই যেন ফঅলাডগেট কোলার মতো গোল আসতে থাকে।
এর এক মিনিটের মধ্যেই লালরেমসিয়ামি, লিলিমা মিনজ ও নভনীতের দুর্দান্ত বোঝাপড়ায় গোল আসে। এভাবেই একের পর এক গোল করে হাফটাইমেই ভারত ৯-০ গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধেও ম্যাচে ফিরতে পারেননি কাজাখাস্তানের খেলোয়াড়রা। পরের দুই কোয়ার্টারে আরও ১২ গোল করে ভারতীয়রা।
এর এক মিনিটের মধ্যেই লালরেমসিয়ামি, লিলিমা মিনজ ও নভনীতের দুর্দান্ত বোঝাপড়ায় গোল আসে। এভাবেই একের পর এক গোল করে হাফটাইমেই ভারত ৯-০ গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধেও ম্যাচে ফিরতে পারেননি কাজাখাস্তানের খেলোয়াড়রা। পরের দুই কোয়ার্টারে আরও ১২ গোল করে ভারতীয়রা।

No comments