ফের নেটিজেনদের আক্রমণের মুখে আমিশা।এবার ছবি নিয়ে।কি সেই ছবি?
নজরবন্দি
ব্যুরোঃ আবার নেটিজেনদের আক্রমনের কবলে অভিনেত্রী আমিশা প্যাটেল। সম্প্রতি একবার ডান দিক একবার বাঁ দিক করে একটি প্রোফাইল ছবি শেয়ার করেন আমিশা।
ওই ছবি আপলোডের পর আমিশা জানতে চান, ডান দিকের ছবি বেশি ভাল? না, বাঁ দিকের? তিনি বুঝতে পারছেন না। আমিশার ওই পোস্টের পর থেকেই ছবি ঘিরে শুরু হয় একের পর এক নোংরা মন্তব্য। কুত্সিত বক্তব্যের মাধ্যমে আক্রমণ করা হয় তাঁকে।


No comments