Header Ads

রাজ্যে মিলল আরও এক জনের দেহে করোনা ভাইরাস

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে মিলল আরও এক জনের দেহে করোনা ভাইরাস।রাজ্যে করোনায় আক্রান্ত আরও এক। আক্রান্ত প্রৌঢ় পিয়ারলেস হাসপাতালের আইসিসিইউতে ভর্তি। প্রসঙ্গত তিনি কিন্তু দেশের বাইরে যান নি। তিনি কিছুদিন আগে এগরায় একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর নিজে সেখান থেকে চলে আসেন পিয়ারলেস হাসপাতালে। প্রথমে তার দেহে টাইফয়েডের লক্ষণ দেখা যায়। শুরু হয় চিকিৎসা। তাঁর দেহের রক্তের নমুনা নিয়ে পরীক্ষা করতে পাঠানো হয়। গতকাল কলকাতা বেলেঘাটা আইডিতে পাঠানো হয় নমুনা। রিপোর্টে করোনা পজেটিভ মেলে।
 এরপরই প্রৌঢ়কে আইসিসিইউতে রেখে চিকিৎসা শুরু হয়। ইতিমধ্যেই তার পরিবারের চার সদস্যকে কোয়ারান্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে ওই প্রৌঢ় নয়াবাদের বাসিন্দা। ইতিমধ্যেই ওই প্রৌঢ় দেহে এইচআইভির অ্যান্টিডোট, হাইড্রোক্লোরোকুইন সহ একাধিক অ্যান্টিডোট প্রয়োগ করা হয়েছে। বিশিষ্ট চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। যে বিয়ে বাড়ির অনুষ্ঠানে তিনি যোগ দিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন সেই বিয়ে বাড়িতে বিদেশ ফেরত কোন ব্যক্তি যোগ দিয়েছিলেন কিনা তা খতিয়ে দেখছে প্রশাসন। পাশাপাশি কোন কোন ব্যক্তি ওই প্রৌঢ়ের সংস্পর্শে এসেছিলেন তাঁদেরও চিহ্নিত করার কাজ চলছে। এই প্রৌঢ় আক্রান্ত হওয়ায় আমাদের রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১০।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.