Header Ads

SC / ST সংরক্ষণ ব্যবস্থায় বড় পরিবর্তন; নতুন নির্দেশ দিল কেন্দ্র।

নজরবন্দি ব্যুরো: তফসিলি জাতি, উপজাতিদের সংরক্ষণের মেয়াদ আরও ১০ বছর বাড়ানোর নির্দেশ দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। শিক্ষা ও চাকরিতে বহাল থাকবে তফসিলি জাতিদের সংরক্ষণ ২০৩০ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত। ১৮৮৯ সালে রাজীব গান্ধীর সরকার তথা কংগ্রেস সরকারের আমলে মূলত অশ্পৃশ্যতা দূর করার লক্ষ্যে সংরক্ষণ আইন চালু করা হয়।
কিন্তু সংরক্ষণ আইন থাকলেও এখনও বঞ্চিত তফসিলিরা। ২০০৭ থেকে ২০১৭ পর্যন্ত তফসিলিদের উপর নানাভাবে ক্রমশ আক্রমণ ও অপরাধ ঘটে চলেছে। মূলত এর কারণেই সংরক্ষণ আইন আরও ১০ বছর বাড়ানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা। গত মার্চ মাসে সুপ্রিম কোর্টে তফসিলি আইন পর্যালোচনা করে।
সূত্রের খবর, চলতি অধিবেশনে o অনগ্রসর শ্রেণীর সংরক্ষণ সংক্রান্ত বিল আনতে চলেছে কেন্দ্র। তফসিলিরা চাকরি ও শিক্ষাক্ষেত্রে সংরক্ষণ থাকেন সাংবিধানিক অধিকার বলে। সংরক্ষণ সংক্রান্ত বিল পাশ করতে চলেছে কেন্দ্র। সংরক্ষণের পরিসীমা নির্ধারণ করে রাজ্য ও কেন্দ্র।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.