Header Ads

পুলিশ থেকে সরিয়ে রাজীব কুমারকে প্রশাসনিক পদে নিয়োগ করল রাজ্য!

নজরবন্দি ব্যুরোঃ এবার বড়সড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। তথ্যপ্রযুক্তি দফতরের প্রধানসচিব পদে রাজীব কুমারকে নিয়োগ করেছে রাজ্য সরকার। এবার ঘটল অভূতপূর্ব বদল আনল নবান্ন।বৃহস্পতিবার নবান্ন থেকে স্পষ্ট বিবৃতি দিয়ে এই পদক্ষেপের কথা সাফ জানিয়ে দেওয়া হয়। পুলিশ কমিশনার থেকে একেবারে প্রশাসন মহলে ঢুকে পড়লেন তিনি। আইপিএস পদ থেকে সরাসরি আইএএস পদে রাজীব কুমারকে স্থানান্তরিত করে রাজ্য। আগে এই পদে দায়িত্ব সামলাতেন আইএএস দেবাশিস সেন। কিন্তু এবার তথ্যপ্রযুক্তি দফতর থেকে তাঁকে সরিয়ে রাজীবকে নিয়ে আসা হয়।
এতদিন তিনি সিআইডিতে ছিলেন। কিন্তু বিভাগে ঠিকভাবে সময় না দেওয়ায় বেস কিছু জটিলতা তৈরি হয়। আর তাই সিআইডির কাজে গতি আনতেই এই পদক্ষেপ বলে সূত্রের খবর। তবে রাজীব কুমার মুখ্যমন্ত্রীর কাছের হওয়ায় কি আইপিএস থেকে আরএএস পদে নিয়ে এলেন রাজীবকে। নাকি এর পিছনেও অন্য কোন রহস্য আছে, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কিছুদিন আগেই চিটফান্ড কান্ডে জেরার ভয়ে কার্যত পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। তাঁকে আড়াল করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সক্রিয়তাও কারো অজানা নয়। এরমধ্যেই সরকারি পদে এত বড়সড় রদবদল হওয়ায় বিষয়টি রীতিমত রহস্যজনক বলে ব্যাঙ্গ করেছে রাজ্যের একাধিজ বিরোধী দল।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.