Header Ads

নতুন বছরেই বাড়তে চলেছে রেলের ভাড়া

নজরবন্দি ব্যুরোঃ ফের বড়সড় ধাক্কার সম্মুখীন হতে হবে মধ্যবিত্তের। আসছে নতুন বছরেই ভাড়া বাড়ানোর ঘোষণা করেছে ভারতীয় রেল। আর তাতেই কার্যত মাথায় হাত আম জনতার। ব্যাপক ক্ষতির মুখে পড়ে চটজলদি রেল এই উদ্যোগ নিয়েছে বলে সূত্রের খবর। মারাত্মক হারে দিন দিন লসে রান করা প্রজেক্ট হয়ে উঠছিল রেল। শেষ দশ বছরে রেলে ক্ষতি হয়েছে রেকর্ড পরিমাণ। আর তারউপর বহুদিন ভারতীয় রেলে ভাড়া বাড়ানো হয় নি।
সেই লসের ক্ষত সারিয়ে উঠতে চাইছে কেন্দ্র সরকার। তাই ভাড়া বাড়াতেই হচ্ছে। বর্তমানে ১ টাকা আয়ের জন্য রেলকে প্রায় ১০০ টাকার মত খরচ করতে হয় । ফলত সরকারের ক্ষতি থেক বাঁচতে সরকার ভাড়া বাড়ানোর পথে হাঁটতে চলল। যাত্রী ও পণ্যবাহী দুটি ক্ষেত্রেই ভাড়া বাড়ানো হচ্ছে। যে রুট গুলিতে বেশি পরিমাণে যাত্রী চলাচল করে সেই রুটে ট্রেনের ভাড়া দ্রুত বাড়ানো হবে। নতুন বছরে ভাড়া বাড়ার কথা প্রকাশ্যে জানিয়ে দিলেন ভারতীয় রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান বিকে যাদব।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.