Header Ads

প্রধানমন্ত্রীকে খুনের পরিকল্পনা প্রকশ্যে আনলেন দেশের গোয়েন্দারা

নজরবন্দি ব্যুরোঃ গোয়েন্দা রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য, প্রাণ সংশয় রয়েছে দেশের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর। রিপোর্টে উঠে এসেছে একটি কুখ্যাত জঙ্গি গোষ্ঠীর নাম। আগামী রবিবার রাজধানীর রামলীলা ময়দানে বিজেপির একটি বড়সড় সভা করার কথা রয়েছে। ওই জনসভায় রেকর্ড পরিমাণ ভিড় হতে পারে বলে মনে করছে দল। সভার প্রধান বক্তা হিসাবে থাকবেন প্রধানমন্ত্রী মোদী। এই সভাতেই যেনতেন প্রকারেণ পাকিস্তানের একটি জঙ্গি সংগঠন ঢোকার চেষ্টা চালাতে পারে বলে মনে করছেন গোয়েন্দারা।
 আর সেই পাকিস্তানি জঙ্গিদের মূল টার্গেট কিন্তু প্রধানমন্ত্রী। তাঁর উপর হামলা হতে পারে বলেই আশঙ্কা করা হয়েছে গোয়েন্দা রিপোর্টে। দিল্লি পুলিশ ও স্পেশাল প্রোটেকশন গ্রুপের সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে। বাড়তি নজরদারি বাড়ানো হয়েছে। কোন সন্দেহভাজন ব্যক্তিই যেন সভাস্থলে না ঢুকতে পারে সেই ব্যবস্থাই করতে হবে পলিসকে। এমনটাই শতর্ক করে বলা হয়েছে গোয়েন্দা রিপোর্টে। এমনিতেই সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে দেশের পরিস্থিতি উত্তাল হয়ে উঠেছে, তার মাঝে প্রধানমন্ত্রীকে খুনের পরিকল্পনা প্রকাশ্যে আসায় রীতিমত আলোড়ন ছড়িয়েছে গোটা দেশে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.