Header Ads

এনআরসির প্রতিবাদে পাহাড়ে বনধে্র ডাক বিনয় তামাং ও তাঁর অনুগামীদের

নজরবন্দি ব্যুরোঃ এবার নাগরিকত্ব ও সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তরবঙ্গ ধর্মঘটের ডাক দিল পাহাড়ের একটি সংগঠন। সম্প্রতি দেশ জুড়ে উত্তাল পরিস্থিতি তৈরি হয়। আন্দোলন বিক্ষোভের জেরে উত্তাল হয়ে ওঠে উত্তর-পূর্ব ভারত। সেই আন্দোলনের আঁচ এসে পড়ে আমাদের রাজ্যে। আন্দোলন বিক্ষোভে পরিস্থিতি ক্রমশ জটিল হতে থাকে। তবে এই ইস্যুতে দেশ কিংবা রাজ্য সর্বত্র এনআরসি বিরোধী বিক্ষোভ হলেও চুপচাপ ছিল উত্তরবঙ্গ। এবার এনআরসি নিয়ে পাহাড়ে বনধে্র ডাক দিল বিনয় তামাংয়ের অনুগামীরা। আগামী ২৯ ডিসেম্বর পাহাড়ে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এদিন একটি সাংবাদিক সন্মেলন করেন বিনয় তামাং। আর সেখানেই এনআরসির বিরুদ্ধে পাহাড় জুড়ে আন্দোলন গড়ে তোলার কথা জানান।
এনআরসির নামে বিজেপি সরকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করছে বলে অভিযোগ করেছেন তিনি। সূত্রের খবর আগামী ২৯ ডিসেম্বরের কথা মাথায় রেখে গণমিছিলের আয়োজন করা হবে পাহাড়ে।পাহাড়ের মানুষ এই বনধ্কে সর্বতোভাবে সমর্থন করবেন বলে আশাবাদী বিনয় তামাং ও তাঁর অনুগামীরা। পাহাড়ের মানুষ এই নয়া আইনের বিপক্ষে মোমবাতি মিছিল করবেন বলেও জানা গিয়েছে। এবং প্রতিটি বাড়িতে বাড়িতে লিফলেট বিলি করে এনআরসি ও সিএএ-এর কালা দিক নিয়ে পাহাড়ের প্রতিটি মানুষকে সচেতন করা হবে। তবে এদিনের সাংবাদিক সম্মেলনে এনআরসির প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে ভূয়সী প্রশংসা করেন বিনয় তামাং। তাঁর এই বক্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে জোর জল্পনা শুরু হয়েছে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.