Header Ads

বিজেপির জয়কে আটকাতে কংগ্রেসের হাত ধরতে চাইছে তৃণমূল!

নজরবন্দি ব্যুরো: এবার বিজেপিকে আটকাতে কংগ্রেসের হাত ধরতে চাইছে তৃণমূল। কালিয়াগঞ্জ বিধানসভা উপ-নির্বাচনে তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সভাপতি এমন প্রস্তাবের কথা জানালেন।
সাংবাদিক বৈঠকে এমন প্রস্তাবের কথা জানান তৃণমূলের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল।

বলেন,"এবারের লোকসভা নির্বাচনে কালিয়াগঞ্জ বিধানসভায় কংগ্রেস ১৮ হাজার কাছে ভোট পেয়েছে। তৃণমূল কংগ্রেস প্রায় ৬১ হাজার ভোট পায়। এর থেকে স্পষ্ট এই এলাকায় কংগ্রেসের তুলনায় অনেক বেশি মজবুত তৃণমূলের সংগঠন। তাই কালিয়াগঞ্জ বিধানসভা উপ নির্বাচনে তৃণমূলের প্রার্থীকে সমর্থন করার জন্য কংগ্রেসকে প্রস্তাব দেব।"

জেনে রাখা ভাল, ২০১৬-র বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র জিতে ছিল কংগ্রেস।
যদিও তখন কংগ্রেসকে সমর্থন দেয় বামেরা। গত মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় কালিয়াগঞ্জের বিধায়ক প্রমথনাথ রায়ের। এরই মধ্যে লোকসভা নির্বাচনে রায়গঞ্জে বড় সাফল্য পায় বিজেপি। নিজেদের দুর্গ রায়গঞ্জ হাত ছাড়া হয় কংগ্রেসের। চতুর্মুখী লড়াইয়ে কংগ্রেস চতুর্থ স্থানে চলে যায়। এখানেই জোটের প্রসঙ্গ তুললেন কানাইয়ালাল। তাঁর দাবি, বিজেপিকে ঠেকাতে হলে তৃণমূল প্রার্থীকেই কংগ্রেসের সমর্থন করা উচিৎ। যদিও তৃণমূলের এই প্রস্তাবে রাজি নয় কংগ্রেস। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.