Header Ads

বিএড নিয়ে নতুন সিদ্ধান্ত! শিক্ষাব্যবস্থাতে আসতে চলেছে বড়সড় রদবদল।


নজরবন্দি ব্যুরো: এবার থেকে শিক্ষাক্ষেত্রে শুরু হতে চলেছে নতুন নিয়ম। এবার থেকে গ্রাজুয়েশনের সাথে বিএড করা যাবে। সরকারের চূড়ান্ত অনুমোদন চেলে এলে আগামী শিক্ষাবর্ষ থেকে এই কাজ শুরু হয়ে যাবে। এই সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট বেঙ্গল ইউনিভারসিটি অফ টিচার ট্রেনিং এডুকেশন প্ল্যানিং এন্ড অ্যাডমিনিস্ট্রেশন।
জানা গিয়েছে, এই কোর্সের মেয়াদ থাকবে চার বছর। উচ্চ শিক্ষা দপ্তেরের সুপারিশ মেনে ইতিমধ্যে বিভিন্ন বিষয়ে চার বছরের খসড়া পাঠ্যক্রম জামা করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, "উচ্চশিক্ষা দপ্তর অনেক আগে এই নিয়ে পদক্ষেপ নিতে বলে ছিল। আমরা পাঠ্যক্রম জমা করেছি।
নির্বাচন, বন্ধ সব বিতর্ককে পিছনে ফেলে উঁকি দিলো ডিএ বিতর্ক
 অনুমোদন এসে গেলে বিশ্ববিদ্যালয়ের অধিনস্ত কলেজ গুলি এই ইনট্রিগ্রেটেড কোর্স শুরু করতে পারবে।" আর এই ইনট্রিগ্রেটেড কোর্স নিয়ে এই রাজ্যের চাকরী প্রার্থীদের একটা বড় অংশ মনে করেন, যদি এই নিয়ম চালু হয় তাহলে বিএড নিয়ে যে সমস্যা আছে তা দূর হবে। তবে এই কোর্স করতে কত টাকা খরচ তার উপর অনেককিছু নির্ভর করছে।
Loading...

1 টি মন্তব্য:

  1. যারা এর আগে grasuation করেছে তাদেরও BEd করার সুযোগ দিতে হবে ঐ কলেজেই এবং তা বাজেটের মধ্যে

    উত্তরমুছুন

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.